ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

সাতক্ষীরার সাংবাদিক মুনসুর রহমানকে হুমকির প্রতিবাদে গণআন্দোলন জোটের প্রতিবাদ সভা

সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকির প্রতিবাদে গণআন্দোলন জোটের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টায় কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন বিষয়ক উপদেষ্টা ও গণআন্দোলন জোটের সমন্বয়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদার, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী অ্যাড. আবুল কালাম আজাদ, প্রাক্তন শিক্ষার্থী ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আহবায়ক আব্দুল্লাহ বিশ^াস প্রমূখ। বক্তারা বলেন, সাতক্ষীরা কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নামে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ২ হাজার টাকা ও চলমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ১ হাজার টাকা নিবন্ধন ফি ধরে রেজিষ্ট্রিশন উদ্বোধন করা সর্বশ্রেণি পেশার শিক্ষার্থীদেরকে অংশগ্রহণে বাঁধা দেওয়ার সামিল। সাংবাদিক মুনসুর রহমানের কথা সঠিক। সে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি নিয়ে লেখালেখি করেন। সেপ্রিক্ষিতে সাংবাদিক মুনসুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি.. আইডি থেকে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি শুধুমাত্র মানের দিকে দেখতে যেয়ে আয়োজক কমিটির চাপিয়ে দেওয়া নিবন্ধন ফি অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থীদের সামর্থের বাইরে চলে যাবে। তাই সাতক্ষীরা সরকারি কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সামর্থের কথা অবশ্যই ভাবতে হবে। সেজন্য চলমান শিক্ষার্থীদের জন্য ২’শ টাকা, শ্রম-কর্ম-পেশার প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ৪’শ টাকা, প্রথম শ্রেণির চাকুরিজীবীদের জন্য ১ হাজার টাকা, উচ্চ পর্যায়ের চাকুরীজীবীদের জন্য ১৫’শ টাকা, ধর্নাঢ্য ব্যবসায়ীদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করে প্লাটিনাম জুবলি অনুষ্ঠানটি প্রাণবন্ত ও নান্দনিক করার আহবান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ