
ককসবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।রোববার ( ২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তিনি কয়েকশ শীতার্তদের মাঝে শীত কম্বল বিতরণ করেন। পাশাপাশি রামু সেনা নিবাসের আওতাধীন ডাক্তার কাটা এলাকায় সেনাবাহিনীর একটি মহড়া পরিদর্শন করেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সেনাপ্রধান দুপুর সাড়ে ১২ টায় এসে পৌঁছেছেন রামুর কচ্ছপিয়া ইউনিয়নের নাছির-নূরহাজান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানেই তিনি হেলিকপ্টারে এসে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন। ১ টা তিনি সেনা সদস্যদের শীতকালীন মহড়াস্থল পরিদর্শশেষে বিকেলে তিনি ফিরে যান। শীতবস্ত্র পাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ নুরুল হক বলেন,সেনা প্রধানের কাছ থেকে শীতের কম্বল নিতে পেরে নিজকে ধন্য মনে করছেন। এ সময় সেনা প্রধান তার সাথে কূশল বিনিময়ও করেছেন বলে দাবী করেন এ প্রতববেদককে।এ দিকে স্থানীয় সরদার মোজাফফর আহমদ বলেন, সেনা প্রধানকে দেখার জন্যে সকাল থেকে শতশত গ্রামবাসী ভীড় করছিলেন এখানে । দুর থেকে হলেও তাকে এক নজর দেখতে পেরে তিনিসহ এলাকার মানুষ খুবই খুশি।