
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে থানা চত্বরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হ’ল যুবদল নেতা আশরাফুল আলম। আশরাফুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবারৃ (২৯ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে মসজিদুল হুদা মোরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।এসময় সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবীব নয়ন, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব শামীউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন। সমাবেশে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী যোগ দেন।উল্লেখ্য যে, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে একটি অরাজনৈতিক ঘটনার বৈঠকের সময় বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আশরাফুলের মৃত্যু হয়। নিহত আশরাফুল আলম উপজেলার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।ঘটনার পর শুক্রবার রাতেই আশরাফুলের বাবা বাদী হয়ে উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।