ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

তেতুলিয়ার সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসানের বদলি সম্বর্ধনা

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। সকলের প্রিয় তেতুলিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহবুবুল হাসান অস্ট্রেলিয়া এওয়ার্ড স্কলারশিপ এর আওতায় উচ্চ শিক্ষার জন্য বদলি হয়েছেন। তিনি এই উপজেলায় দেড় বছর ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন কালে সেবা প্রদানের মাধ্যমে অনেক মানুষের মন জয় করেছিলেন। তাছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের সময় যথাযথ আইন প্রয়োগ ও মানবিকতা উভয়ের সংমিশ্রনে কাজ করেছিলেন। যে কারনে সীমিত সময়েই সবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। তার এই বদলির জন্য বৃহস্পতিবার (২৬-ডিসেম্বর) তেতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলার সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তা, ইউপি সচিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় সাধারণ মানুষ। উপস্থিত সকলেই তার সম্পাদিত কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি কখনোই কোন প্রকার অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। তার এখানে চাকুরির সময় কাল খুবই কম হলেও আমাদের সবার মন জয় করে নিয়েছেন। তিনি চলে যাচ্ছেন এই খবর পেয়ে শেষ বারের মত কুশল বিনিময় করার জন্য ছুটে এসেছি। আমরা তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করি। আমরা সকলেই আশাবাদী যদি ভবিষ্যতে তিনি সুযোগ পান তবে অবশ্যই যেন তেতুলিয়ায় আসেন। উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহবুবুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব সঠিক ভাবে পালনের চেষ্টা করেছি। মানুষের কাথা শুনেছি। যদিও এই জায়গায় সবাইকে খুশি করা সম্ভব না, তার পরেও সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে যার যা প্রাপ্ত তাকে সেটাই দিয়েছি। আমি এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। ভবিষ্যতে যদি কখনো সুযোগ পাই অবশ্যই আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো। পরে ফুল, ক্রেষ্ট ও বিভিন্ন ধরনের উপহার দিয়ে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়। পরিশেষে এক প্রীতিভোজে সকলে অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ