
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সাংগঠণিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ মডেল একাডেমি বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির সাংগঠণিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক মো: শহিদুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও আহবায়ক মনিটরিং টিম বাগেরহাট-৪ খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথি ছিলেন সদস্য মনিটরিং টিম বাগেরহাট-৪ শেখ আব্দুল হালিম খোকন, বেগম রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কাজী মো:মনিরুজ্জামান,স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা লিটন তালুকদার,জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির নেতা সাইফুল ইসলাম,,উপজেলা সদস্য সচিব সাবেক চেয়ারম্যান জব্বার মোল্লা পৌর বিএনপির অবায়ক সিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচীব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ প্রমূখ।
সাংগঠণিক সভায় ১৬টি ইউনিয়ন এবং ১টি পৌর সভায় দলকে শক্তিশালী করা ও দলীয় সকল কর্মসূচী বাস্তবায়ন করে প্রতিটি ইউনিয়নে ৫ জন করে কমিটি করে দেন। উক্ত কমিটি আগামী উপজেলা ও পৌর কমিটি গঠনের লক্ষে কাজ করবে বলে জানান।