
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নানার বাড়ি ফেরা হলো না সাফিনের সড়কেই গেল প্রাণ। দিনাজপুর জেলার বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাকায় মোটর সাইকেল আরোহী সাফিন (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত সাফিন (১৭) জয়পুর হাট জেলার স্থায়ী পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের শাহিনুর ইসলামের ছেলে। সে ছোট বেলা থেকেই বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়নের দিওড় গ্রামে নানা এন্তাজুল ইসলামের বাড়িতে থাকত।
সোমবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিওড় বটতলী সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী সাফিন (১৭) এর নিহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত যুবক সাফিন প্রতিদিনের ন্যায় তার মোটর সাইকেল চালিয়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিওড় বটতলীতে রাস্তাপার হচ্ছিল। রাস্তা পারাপারের সময় দিনাজপুর গামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সাফিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের নানা এন্তাজুল ইসলাম জানান, সাফিন ছোট বেলা থেকেই আমার বাড়িতে থাকতো। এখানেই সে ছোট থেকেই বড় হয়েছে। নাতীকে হারিয়ে নানা পাগল প্রায়। সাফিনের নানার বাড়িতে চলছে শোকের মাতম।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার নিশ্চিত করে বলেন, এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি ধরা যায়নি। নিহতের স্বজনদের কোন আপত্তি না থাকলে লাশ হস্তান্তর করা হবে।