
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে বাসনা মল্লিক (৫০) নামে এক নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মরদেহ যশোর থেকে তার বাড়িতে আনা হয়। নিহত বাসনা মল্লিক নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী এবং সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) ছিলেন।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ উঠেছে বাসনা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ বের করতে পুলিশ অধিক গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। নিহতের স্বজনদের দাবি, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ৩-৪ বখাটে মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী বাসনা মল্লিক বিষযটি প্রকাশ করে দেবে বলে হুমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। বাড়িতে ফিরে লোকলজ্জার ভয়ে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানাননি। রাতে কয়েকবার বমিসহ অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরেন।মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি জানান, বাসনা একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম আরও বলেন, ঘটনায় জড়িত থাকার সন্দেহে ফারুক নামে এক ব্যক্তিকে শনিবার ভোরে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের পাশাপাশি দোষীদের আইনের আওতায় আনা হবে।