
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন গঠিত হয়েছে। যেখানে সভাপতি হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মো.মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান। শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে মো.মতিউর রহমান শেখকে সভাপতি এবং মো.আসিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের ৩৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হলো। কমিটির প্রথম সভায় সদস্যের মধ্যে দপ্তর বন্টন করা হয়। বিপিএসএ এডহক কমিটি ২০২৫
ডিআই/এসকে