
উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম (৩৮) প্রতিপক্ষ গ্রুপের ঘুষিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উলিপুর থানা চত্বরে দুই পক্ষের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। আশরাফুল কাজীর চক এলাকার আয়নাল হকের একমাত্র ছেলে।
আশরাফুল ইসলামের মৃত্যুর সংবাদ দ্রুত তার এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে রাস্তায় নেমে আসে এবং প্রতিপক্ষের দোকান পাটে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উলিপুর বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।