ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

ঘোড়াঘাটে খাদ্যবান্ধবের চাল বিক্রির লাভের টাকা ভাগ-বাটোয়ারা অভিযোগ: অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অনেকেই

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যবান্ধব র্কমসূচির চাল বিক্রির টাকা ইউনিয়ন প্রশাসনিক র্কমর্কতা (ইউপি সচিব), ব্যবসায়ী ও বিএনপি নেতার মাঝে ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে। এ অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অনেকেই।অনুসন্ধানে জানা যায়, গত জুলাই-আগস্টের আন্দোলনে সরকারের পতনের পর উপজেলার খাদ্যবান্ধব র্কমসূচির ৮ জন ডিলারের মধ্যে ৪ জন ডিলার স্বেচ্ছায় পদত্যাগ করেন ও ৩ জন ডিলার অনুপস্থিত থাকার কারণে বাকী ১টি ডিলার রেখে সব পুরাতন ডিলার বাতিল করে উপজেলা খাদ্যবান্ধব কমিটি। এরপর উপকারভোগীদের কথা চিন্তা করে গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে উপজেলা সমন্বিত সভায় চাল
বিতরণ করার জন্য খাদ্যবান্ধব র্কমসূচির ইউনিয়ন কমিটির সদস্য সচিব হিসেবে ইউপি সচিবদেরকে ডিলার সাজিয়ে চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪নং ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক শহিদুল ইসলামের স্ত্রীর নামে ডিলারশিপটি শহিদুল ইসলামের প্যারালাইজড জনিত কারণে শয্যাশায়ী হওয়ায় মানবিকদিক বিবেচনায় বাতিল করা হয়নি।উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের র্কাযালয় সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে খাদ্যবান্ধব র্কমসূচির মোট সুবিধাভোগীর সংখ্যা রয়েছে ৫ হাজার ৬০০ জন। এর মধ্যে ১নং বুলাকীপুর ইউনিয়নের সুবিধাভোগীর সংখ্যা ১ হাজার ৫৪৭ জন, ২নং পালশা ইউনিয়নে ১ হাজার ৪৭৪ জন, ৩নং সিংড়া ইউনিয়নে ১ হাজার ৬৬৩ জন ও ৪নং ঘোড়াঘাট ইউনিয়নে রয়েছে ৯১৬ জন।গত ৩ মাসে এসব সুবিধাভোগীদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করা হয়। কিন্তুহিসেব করে দেখা গেছে, গত ৩ মাসে ৫ হাজার ৬০০ জন সুবিধাভোগীদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রি করে ১০ লাখ ৮ হাজার টাকা লাভ থাকে যা ইউপি সচিবরা ছাড়াও খাদ্য নিয়ন্ত্রক র্কমর্কতা, ব্যবসায়ী ও বিএনপির কিছু নেতা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠে। সরেজমিনে গিয়ে উপজেলার ৪টি ইউনিয়নের ইউপি সচিবদের সাথে কথা হলে তারা জানান, ১৩ টাকা কেজি দরে
চাল উত্তোলন করে ১৫ টাকা কেজি দরে বিক্রি করে কেজি প্রতি ২ টাকা করে লাভের প্রথম মাসের টাকা আমাদের নিকট জমা রয়েছে। কিন্তুপরের দু’মাসে যে চাল বিতরণ করা হয়েছে এ টাকার ব্যাপারে আমরা কিছুই জানি না। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সচিব জানান, পরের দু’মাসের লাভের যে টাকা তা বিএনপির নেতারা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। আপনারা দায়িত্বে থাকার পরেও কিভাবে বিএনপি নেতারা ভাগবাটোয়ারা করে নিতে
পারে? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আমি কিছুবলতে পারবো না, যা বলার ইউএনও স্যার বলবে। একই কথা বলেন দায়িত্বপ্রাপ্ত আরও ২ ইউপি সচিব। তবে ২নং পালশা ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ইউপি সচিব বিষ্ণুপদ সরকার জানান, ১ম মাসের লাভের টাকা আমাদের নিকট থাকলেও পরের দু’মাসের টাকার বিষয়ে আমার কিছুজানা নেই। তাহলে চাল কে বিতরণ করেছে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, রানীগঞ্জ বাজারের বিএনপি নেতা ও ব্যবসায়ী সাদেকুর রহমান রঞ্জুআমাকে ফোন করে জানিয়েছেন যে, খাদ্যবান্ধব র্কমসূচির চালের গাড়ি ইউনিয়ন পরিষদে পৌঁছেছে, চাল বিতরণ করে টাকাগুলো হিসাব নিকাশ করে পাঠিয়ে দিবেন। আমি আমার এই পজিশন ও দায়িত্বে থেকে সব বিষয়ে তো বেশি কিছুবলতে পারিনা। আপনারা এ বিষয়ে
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলতে পারেন।অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হলে উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ব্যবসায়ী সাদেকুর রহমান রঞ্জুজানান, এ সব কিছুর দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং বুলাকিপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু। আমি শুধুডিও করেছি, ডিলাররা চাল বিক্রির পর টাকাগুলো কালেকশন করেছি। খরচ-খরচা করে যত-সামান্য লাভের টাকা আমাদের কাছে আছে। অপরদিকে, বিএনপি নেতা মাহফুজার রহমান লাবলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ইউএনও মহোদয়ের পরার্মশে চাল বিতরণ র্কাযক্রমে আমার সম্পৃক্ততা ছিল। আমি না করলে কেউ না কেউ তো করতোই। এতে কোন সমস্যা? এছাড়াও লাভের টাকার ভাগ-বাটোয়ারার প্রশ্নে এড়িয়ে গিয়ে তিনি বলেন, টাকা কে দিলো কে নিলো এটা বড় কথা না, বিতরণ র্কাযক্রম সুষ্ঠুভাবে হয়েছে কিনা এটাই বড় কথা!এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক র্কমর্কতা ইউনুস আলী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খাদ্যবান্ধব র্কমসূচির ডিলারদের অনুপস্থিতিতে আপদকালীন সময়ে ইউপি সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে ওনারাই ভালো বলতে পারবেন। এখানে আমার কিছুবলার নেই। আর লাভের টাকা কোথায় কার কাছে জমা থাকবে, না রাজস্ব খাতে জমা হবে এ বিষয়ে সুর্নিদিষ্ট কোন বিধান নেই। আমি এর সাথে কোনো ভাবে জড়িত না, ব্যবসায়ী ও বিএনপি নেতাদের মাঝে লাভের টাকা ভাগ-বাটোয়ারার বিষয়ে কিছুজানিনা। এ বিষয়ে আমার র্উধ্বতন র্কতৃপক্ষ বা ইউএনও স্যার ভালো বলতে পারবেন। জানতে চাইলে উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, আমি কমিটির সভাপতি মাত্র। আমি সমন্বিত সভাতেও খাদ্য নিয়ন্ত্রক র্কমর্কতা সহ সংশ্লিষ্টদের স্পষ্টভাবে বলে দিয়েছিলাম খুব সাবধানতার সাথে যেন উপকারভোগীদের চালগুলো বন্টন করা হয়। এ বিষয়ে যেন আমার কাছে কোন রকম অভিযোগ না আসে। তবে লাভের টাকা কে নেবে, রাজস্বখাতে জমা হবে কি না আমার জানা নেই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক র্কমর্কতাই ভালো বলতে পারবেন।

শেয়ার করুনঃ