
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী’র পটুয়াখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকালে পটুয়াখালীর শেরেবাংলা সড়কে তার নিজ বাসভবন সুরাইয়া ভিলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে বলেন, উন্নত দেশগুলোর স্পেশাল ফোর্সের আদলে আমরা RAB গঠন করেছিলাম। তারা তাদের কর্মকান্ডে প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু বিগত সরকার গত ১৫ বছরে RAB কে কিলার বাহিনীতে পরিনত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকার দেশ সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তাতে RAB কে পূনর্গঠন অথবা এর কার্যক্রম বন্ধ করে দেয়ার প্রয়োজনীয়তা দেখছেন তারা। দেশের মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত হবে তাতে একমত পোশন করেন তিনি। উক্ত সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যাপিকা লায়লা ইয়াসমিন ও অধ্যাপক গোলাম রহমান সহ বিএনপি ও এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃন্দরা।