ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সচিবালয়ে আগুন:নিহত ফায়ার ফাইটার সম্পর্কে যা জানা গেল

গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিকল্প পানির ব্যবস্থার জন্য নিজেদের গাড়ি থেকে পানির পাইপ নামিয়ে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাক চাপায় পিষ্ট হয়ে মারা যান ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন,ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালককে আটক করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। দ্রুতগতিতে চালক ঘাতক ট্রাক নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পরে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত মানুষজন চালককে মারতে উদ্যত হন,কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে,ফায়ার ফাইটার নয়ন ৬১তম ব্যাচে ২০২২ সালে ফায়ার সার্ভিসে কর্মজীবন শুরু করেন। তিনি রংপুর মিঠাপুকুরের আটপনিয়ার আক্তারুজ্জামানের ছেলে। তার মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। বর্তমানে নয়ন তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তার জন্ম ২০০০ সালে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহত ফায়ার ফাইটার নয়নের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস সদরদপ্তরে অনুষ্ঠিত হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ