
মানুষ মানুষের জন্যে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মনুষ্যত্বের পরিচয়।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের তুরিপারায় শ্রী প্রশান্ত চন্দ্র নামের দরিদ্র এক হিন্দুর বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই পরিবারে বাস করা তিন ভাইয়ের ৫টি বেড়ার ঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে নিঃস্ব হয়ে পড়েছে ঐ পরিবার। এ সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আজ ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রশান্ত চন্দ্রের বাড়িতে ছুটে যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণ করতে ৪ বান্ডিল ঢেউটিন ও চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন এবং ধৈর্য সহকারে এই ক্ষতি মোকাবেলা করার পরামর্শ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,পৌর যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।