ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

ঘুষ নিয়েও যায়নি তদন্তে, সাংবাদিকদের বললেন এত মাতামাতি কেন

জামালপুরের ইসলামপুরে এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে ঘুষ নিয়েও তদন্তে না যাওয়া ও এ ব্যাপারে তথ্য জানতে গেলে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই এসআই এর নাম মোঃ এমদাদুল হক ( বিপি নং- ৭৯০০০২৩৩০২) সে ইসলামপুর থানায় কর্মরত।

গতকাল মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানায় তিন সাংবাদিক তথ্য নিতে গেলে সাংবাদিকদের সাথে এ অসদাচরণ করেন তিনি। এর আগে গত ১৭ ডিসেম্বর আমালউদ্দিন নামে এক ভুক্তভোগী ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের অগ্রগতি জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচারণ করেন।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় তারতাপাড়া এলাকার গাজী ফকিরের ছেলে মোঃ আমালউদ্দিনের ভোগদখলীয় ৭৪ শতাংশ জমিতে থাকা গম পুর্ব শত্রুতার জেরে জমি দখলের উদ্দেশ্য দলবল নিয়ে নষ্ট করে ফেলে। এতে বাঁধা দিতে গেলে তাদের বিভিন্ন হুমকি প্রদান করে।

পরে বিকেলে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আমালউদ্দিন। এসময় নোয়ারপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই এনামুল ঘটনাস্থলে যাওয়ার জন্য ১ হাজার টাকা নেন। এরপর একে একে এক সপ্তাহ পার হলেও তিনি তদন্তে যাননি।

এ তিন সাংবাদিক তথ্য নিতে গেলে অভিযুক্ত এসআই এমদাদুল সাংবাদিকদের সাথে অসদাচরণ করে বলেন, নদীর ওপারে সমস্যা যাওয়া যায়নি, পুলিশে চাকরী করি বলেই মরতে যাবো নাকি, আপনারা এটা নিয়ে এত মাতামাতি করেন কেন? আপনাদের কলম আছে কি লিখবেন, লিখেন সমস্যা নাই’।

এ বিষয়ে ভুক্তভোগী আমালউদ্দিন বলেন, একটি অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলাম এসআই এমদাদ এক হাজার টাকা নিয়েছে তদন্তে আসার জন্য। অনেক দিন হয়ে গেল সে আসেনা তদন্তে। আমার অনেক টাকার ফসল নস্ট করে ফেলেছে। তাকে অনেকবার কলও দিয়েছি। নানান বাহানা দেখায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তাদের ফোন নাম্বারও নিয়েছে। মনে হয় তাদের থানায় ডেকে ওদের থেকে টাকা খেয়ে আসতেছেনা। তারা এখন হুমকি দিচ্ছে এটা নিয়ে বাড়াবাড়ি করলে থানায় মামলা দিবে। লোকবল নিয়ে জমিতে ঘর তুলবে। থানায় অভিযোগ দিয়েও যদি এমন হয় আমরা বিচারের জন্য কোথায় যাব?

এ বিষয়ে অভিযুক্ত এসআই এমদাদুল হক কে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ জানান, আমি বাহিরে আছি,একটু সময় দেন, থানায় গিয়ে ব্যবস্থা নিবো।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম) জানান,

ওই এসআই এর নাম – ঠিকানা দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ