
পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে একজন ভারতীয় নাগরিক আটক করেছে ৫৬ বিজিবি। সোমবার (২৩-ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি’র অধীনস্থ শিংরোড বিওপির একটি টহল দল তাকে আটক করে। ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি পঞ্চগড় সীমান্তে দ্বায়িত্ব গ্রাহনের পর থেকে সীমান্তে চোরাচালান রোধ সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করে আসছে। তারই ধারাবাহিকতায় একের পর এক অপরাধ মূলক কর্মকান্ড প্রতিহত করায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তারা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫৬ বিজিবি’র অধীনস্থ শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬৭/৮ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় নাগরিক মোঃ রিদয় মিয়া (১৩) শুন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এমন তথ্যের ভিত্তিতে শিংরোড বিওপির একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করতে সক্ষম হন। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, আটক ভারতীয় নাগরিকের নাম মোঃ রিদয় ইসলাম। সে ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার, মানিকগঞ্জ পোস্ট অফিস এলাকার, সিট শাখাতি গ্রামের মোঃ মোশারফ হোসেন এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি সে ঘটনাস্থল থেকে একটু দূরে জয়ধরভাঙ্গা নেকিপাড়া নামক স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আবেদনের প্রেক্ষিতে পরিচয় নিশ্চিত পূর্বক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট তাকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত। চলমান এই কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বোলে ৫৬ বিজিবি নিশ্চিত করেছেন।