
রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম-ওলিদ হাসান সাগর (২০)।গ্রেফতারকৃত সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
সোমবার (২৩ ডিসেম্বর ) রাতে রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়,গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা ওলিদ হাসান সাগরকে প্রথমে চিহ্নিত করা হয়। পরে গতকাল রাত ১০:০০ টায় পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সাগরকে আদালতে প্রেরণ করলে আদালত তার এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মিছিলের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে