
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। বুধবার দিনটি উদযাপন উপলক্ষে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকির পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট গির্জা,উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থানে তাদের কার্যক্রম চালাচ্ছে।
মঙ্গলবার র্যাব থেকে পাঠানো বার্তায় বলা হয়, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাবের কমান্ড টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। দেশের ১৫টি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। যা র্যাব সদরদপ্তরের কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। মেট্রোপলিটন শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। বড়দিনের অনুষ্ঠান ঘিরে পটকা,আতশবাজি,ফানুস ওড়ানো যাবে না। এগুলো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে নজরদারি অব্যাহত রেখেছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে গির্জা ও আশপাশের এলাকা।
সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির পাশাপাশি কোনো দুষ্কৃতকারী গির্জা ও অনুষ্ঠান এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্চ, উপাসনালয় এবং অনুষ্ঠানস্থলে আগত মহিলাদের উত্ত্যক্ত বা যৌন হয়রানি রোধে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যেকোনো ধরনের তথ্যের জন্য র্যাব সদরদপ্তরে কন্ট্রোল রুমের হটলাইন নম্বর দেওয়া হয়েছে। যেখানে যেকোনো তথ্য জানানো যাবে। নম্বর হলো- ০১৭৭৭৭২০০২৯।
ডিআই/এসকে