
পটুয়াখালী জেলার দুমকি উপজেলাস্থ পটুয়াখালী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে নারী সহর্কমীকে কুপ্রস্তাব প্রদানকারী উপ- রেজিস্ট্রার মোঃ টমাস এর বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার র্নিদেশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মোসাঃ রোহানা বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে পবিপ্রবি’র নারী জুনিয়র অফিসার সহর্কমীকে কুপ্রস্তাব প্রদানকারী উপ- রেজিস্ট্রার মো. মিজানুর রহমান টমাস পটুয়াখালী সদর উপজেলা বদরপুর নিবাসী -এর বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জরুরী তদন্তর্পূবক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনর্পূবক শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় শাখাকে অবহিত করার জন্য র্নিদেশক্রমে অনুরোধ করা হয়েছে। নাম প্রকাশ না করার র্শতে ক্যাম্পাসের কয়েকজন বলেন,সিনিয়র র্কমর্কতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের বিচার না হওয়ায় একটি খারাপ দৃষ্টান্ত। কোনো র্কমর্কতার বিরুদ্ধে ন্যাক্কারজনক অন্যায়ের অভিযোগ এলে তা তদন্ত করে উপযুক্ত শান্তি দেওয়া উচিত। এটি না হলে প্রশাসনের চেইন অব কমান্ড ভেঙে পড়বে।
অন্যায়কে নিয়ে র্কমর্কতাদের ওই কাজে উ সাহিত করা যেন না হয়। এটা র্কমর্কতাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করা উচিত।নইলে র্কমক্ষেত্রে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দুরূহ হয়ে পড়বে। ঘটনার সত্যতা স্বীকার করে, রেজিস্ট্রার (অ. দা) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। পত্রের র্নিদেশনা মোতাবেক কি ব্যবস্থা গ্রহন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান,ভিসি মহোদয়ের সাথে আলাপ করেছি। তাঁর র্নিদেশনা পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।