
জামালপুরের বকশিগঞ্জে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী গনসংযোগ করেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ধানুয়া-কামালপুর ইউনিয়নের লাউচাপড়া বাজারে গণসংযোগ ও ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে লাউচাপড়া বাজার মসজিদে এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতাকালে নাজমুল হক সাঈদী বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেই কেবল দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি আসতে পারে।সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামীদিনে জামায়াতের হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, উপজেলা অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ,উপজেলা অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা কারিমুল ইসলাম, বকশীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি প্রভাষক রাশেদুল ইসলাম রাশেদী,ধানুয়া-কামালপুর ইউনিয়নের আমীর মাওলানা সুলতান মাহমুদ, সেক্রেটারি আনোয়ার হোসেন সহ ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বৃন্দ।