
পবিত্র মদিনা মুনাওরায় অবস্থিত মসজিদে নববীর সবচেয়ে বয়স্ক খাদেম আগা আবদু আলী ইদ্রিস শেইখ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেলে তার ইন্তেকালের বিষয়টি জানা যায় ।
গতকাল মাগরিবের নামাজের পর শতবর্ষী ওই খাদেমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে নববীর সবচেয়ে বয়স্ক এই খাদেমের ইন্তেকালে মর্মাহত হয় বিশ্বের অসংখ্য মানুষ।সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে সেই চিত্র দেখা যায় ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে খাদেম আগা আবদু আলী ইদ্রিস শেইখের জন্য সকলে দোয়া করছেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাত কামনা করছেন।