
জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে মডেল গ্লাইফোসেট প্যারাকোয়াড নামের বিষাক্ত ওষুধ প্রয়োগে ভুট্টার গাছ নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ২৮ শতাংশ জমির প্রায় সবটুকো ভুট্রা গাছ মরে গেছে।
রবিবার ( ২২ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নংচর এলাকায় কৃষক আদিল সরদারের জমিতে এ বিষ প্রয়োগ করা হয়।এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারী জমির মালিক আদিল সরদার জানান, প্রায় ১ বছর পূর্বে জমিটি ক্রয় করি। পার্শবর্তী মৃত মীর হাজির পুত্র মুঞ্জুরুল ইসলাম (৫৫) ও মুসলিম (৫২) জমিটি ক্রয় করতে না পেরে শত্রুতা সৃষ্টি করে। এরই জের ধরে গত রবিবার ভোরে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করে। জমি নিয়ে শত্রুতা থাকলে সালিশ দরবারে সমাধান করত ।ফসল নষ্ট করলো কেনো।প্রশাসনের নিকট বিচার দাবি করছি।ওই এলাকার ইউনুস ও আকুল বেপারী জানান, ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ করা হয়েছে তা দেখেছি। তখন পাশের ফসলি জমিতে পানি সেচের কাজ করেছি।অভিযুক্ত মুসলিম বেপারী বিষ প্রয়োগের কথা স্বীকার করেছেন।
ওই এলাকার দায়িত্বে থাকা উপ- সহকারী কৃষি কর্মকর্তা কাকুলি আক্তার সারা জানান, কৃষক আদিল সরদারের ফসল নষ্ট হওয়ার খবর পেয়ে ফসলি জমি পরিদর্শন করেছি।আগাছা নাশক বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব না।এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।