
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
তীব্র শীতের রাতে যখন আমরা আরামের কম্বল জড়িয়ে থাকি তখন গৃহহীন বা দরিদ্র মানুষগুলো সেই আরামের স্বপ্ন দেখতে পান না, শীত তাদের জন্য কষ্টের। কালিগঞ্জ উপজেলার মিশন মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে ৫০ জন নারী পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে মিশন মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়, এসময় মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান সখিনা পারভিন, এ সময় তিনি বলেন আপনার একটুখানি সাহায্য তাদের জন্য হতে পারে বেঁচে থাকার আশীর্বাদ, একটি কম্বল একটি সোয়েটার বা শীতবস্ত্র তাদের জীবনে নিয়ে আসতে পারে উষ্ণতা। আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, তাদের হাতে তুলে দিন উষ্ণতার উপহার। অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতা করেন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ।