ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

চ্যাম্পিয়ন্স ট্রফি: অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের আনুষ্ঠানিক সূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট : অনেক জল ঘোলার পর অবশেষে হাইব্রিড মডেল গড়াতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ আসর। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে সফর করবে না ভারত। আর সেকারণেই বেগ হতে হয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। সেই জটিলতা সুরাহার পর এবার জানা গেলে ভারতের ম্যাচগুলোর ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলবে ভারত।

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী ও আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মনসিন নকভি। সাক্ষাৎ শেষে বিষয়টি চূড়ান্ত হয়। পিসিবির উধ্বর্তন কর্মকর্তা আমির মীর বিষয়টি জানিয়েছেন। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে পিসিবি।’

আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে আট দলের আসরটির। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে লড়বে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। তাদের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ২৩ ফেব্রুয়ারি। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার কারণে আরব আমিরাতে সফর করবে পাকিস্তান। পরে পাকিস্তান ফিরে ২৭ ফেব্রুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। বাংলাদেশ দল আরব আমিরাতে ম্যাচ খেলে পাকিস্তানে যাবে। আগামী ২ মার্চ গ্রুপপর্বে ভারত নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে । ভারতের সবগুলো ম্যাচই গড়াতে পারে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে গড়াবে।

আসরে দুটি সেমিফাইনালের প্রথমটি গড়াবে ৪ মার্চ। দ্বিতীয়টি গড়াবে ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখা হলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়েছে তা। ৯ মার্চ ফাইনাল দিয়ে আসরের পর্দা নামবে। ফাইনালের জন্যও রাখা হয়েছে রিজার্ভ ডে।

ভারত সেমিফাইনালে কোয়ালিফাই করলে তাদের জন্য প্রথম সেমিফাইনালটি নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে ম্যাচ গড়াবে দুবাইতে। আর ভারত সেমিতে পৌঁছাতে না পারলে ম্যাচটি পাকিস্তানে গড়াবে। ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লাহোরকে। ভারত ফাইনালে খেললে ম্যাচটি পাকিস্তান থেকে সরে গড়াবে দুবাইতে।

 

শেয়ার করুনঃ