ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

উলিপুরে অসহায় পরিবারের উপর আ’লীগ কর্মী সমর্থকদের হামলার অভিযোগ

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে এক অসহায় পরিবারের উপর উপজেলা আওয়ামীলীগের সভাপতির আত্বিয়-স্বজন ও কর্মী-সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কিশোরপুর কুমারপাড়া এলাকায়। এ ঘটনায় ওই ভূক্তভোগী পরিবার রাতেই থানায় অভিযোগ করেছেন। অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়ে উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর কুমারপাড়া এলাকায় বাড়ি করেন চাঁন মিয়া (৪০)। তিনি দীর্ঘদিন থেকে ওই এলাকায় বসবাস করে আসছেন। সেখানে প্রতিবেশি আব্দুল হামিদ (৪২) ও লেবু মিয়া (৪৫) গংদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। প্রায় সময় তারা চাঁন মিয়াকে মারপিট করার হুমকি দিয়ে আসছিল। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল হামিদ গংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁন মিয়ার বাড়িতে এসে সীমানায় থাকা (প্রাচীরের) টিনের বেড়া ভাংচুর শুরু করেন। ঘটনা দেখে চাঁন মিয়ার স্ত্রী মহসিনা বেগম ও মেয়ে ইসমোতারা তাদের বাঁধা দিতে গেলে তাদেরকে এলোপাথারী মারপিট করে ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে।

এ ঘটনায় মহসিনা বেগম ও তার মেয়ে ইসমোতারার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।সরেজমিন রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চাঁন মিয়ার বাড়ির সীমানার টিনের বেড়া ভাংচুরকৃত অবস্থায় রয়েছে। এ সময় চাঁন মিয়ার স্ত্রী মহসিনা বেগম ও মেয়ে ইসমোতারা অভিযোগ করে বলেন, আব্দুল হামিদ, লেবু মিয়া, মিঠু মিয়া (২০), মামুন মিয়া (৩৫) সহ তাদের পরিবারের লোকজন আমাদের বাড়ি ঘিরে রেখে আমাদের বেধরক মারপিট করেন। ঘরে থাকা সোকেজের ড্রয়ার ভেঙ্গে আমাদের সবার জন্মনিববন্ধন, বিবাহের কাগজপত্র, জাতীয়পরিচয়পত্রসহ গচ্ছিত টাকা লুট করে নিয়ে যান। তারা সবাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব রানার আত্বিয়-স্বজন ও কর্মী-সমর্থক হওয়ায় দীর্ঘদিন থেকে আমাদের উপর অত্যাচার চালিয়ে আসছেন। জানা যায়, নদী ভাঙ্গনের কারনে নিঃস্ব হওয়ায় অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর এ ধরনের হামলা চালিয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব রানা এলাকায় না থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।এ বিষয়ে লেবু মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুনঃ