
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক ছেড়ে খেলা ধরো মাদকমুক্ত দেশ গড় এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়মারসুলপুর ইউনিয়নের নওয়ানা ক্রিকেট ক্লাবের উদ্যোগে সারাদিনব্যাপী খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার রাতে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ জামিল হোসেন কুসুম।থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর যুবদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন,ইউনিয়ন যুবদলের নেতা রবিউল ইসলাম ও রাকিব হাসান প্রমুখ।পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।