
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেংগুড়া ইউনিয়নের পশ্চিম লেংগুড়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ হাজার ৬৮০ কেজি দেশীয় সুপারি জব্দ করেছে নেত্রকোণা ৩১ বিজিবি অধীনস্থ লেংগুড়া বিওপি।
আজ ২১ ডিসেম্বর রবিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান পিবিজিএম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব সুপারি জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নেত্রকোণা ৩১ বিজিবির অধীনস্থ লেংগুড়া বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা সংবাদে ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে এসব সুপারি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৩৪ লক্ষ ৫৬ হাজার টাকা এগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে।