ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

পঞ্চগড়ে বিজিবি’র অভিযানে ৯ কোটিরও বেশি মূল্যের মাদক উদ্ধার, আটক -১

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ে ৯ কোটিরও বেশী মূল্যের ক্রিষ্টাল আইস ও হিরোইন উদ্ধার করেছে বিজিবি। এ সময় আইস ও হিরোইন সহ একজন পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার (২০- ডিসেম্বর) জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়ায় কোটি টাকা মূল্যের ক্রিষ্টাল আইস ও হেরোইনসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর মাঝিপাড়া বিওপির সদস্যরা।আটককৃত যুবকের নাম হরসিত রায় (২২)। সে জেলার দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের ধর্মনারায়নের ছেলে। এ বিষয়ে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস যোগে মাদকের একটি চালান পঞ্চগড়ে যাবে। তথ্য অনুযায়ী পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে শালবাহান মাঝিপাড়া বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত চেকপোস্টে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে পৌছালে বিজিবি’র টহলদল বাসটি থামিয়ে তল্লাশি অভিযান চালায়। অভিযানে বাসের ভেতর হরসিত রায়ের নিকট হতে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিষ্টাল আইস ও ৯০৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা। প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিষ্টাল আইস ও হেরোইন অধিক সনাক্ত করণের জন্য ল্যাবে প্রেরণ ও আটককৃত মাদক পাচারকারীকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুনঃ