
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ফাক্রিকাটা স্টার পার্কে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, প্রধান বক্তৃতা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনছারুল হক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ,
কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক রফিকুল আলম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোক্তার আহাদ, মোঃ জয়নাল আবেদীন টুক্কু,, উপজেলা যুবকদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শামশুল আলম শাহীন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিদুয়ান।
প্রধান অতিথি জাবেদ ইকবাল বিগত ১৬ বছর আন্দোলনে শহীদের স্মরণ করে বলেন,
আওয়ামীলীগ সরকার বিগত ১৬ বছর বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করে এ দেশের জনগণের কন্ঠ রোধ করে রেখেছিল। তারা মানুষের ভোটের অধিকার হরণ করে একনায়কতন্ত্র কায়েম করেন। ৫ ই আগস্ট ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যায়। তবে তাদের ধুসরা এখন দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তাই নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এ সময় তিনি অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাহাব উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুুনুল হক মামুন,সহ-সভাপতি আব্দুল খালেক,ছাত্রদলের সহ-সভাপতি রিদুয়ান হোসেন ছোটন,সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।