
বরগুনার পাথরঘাটায় ২২৯ পিস ইয়াবাসহ ১ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ( ২০ ডিসেম্বর ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন ১ নং ওয়ার্ডের পাথরঘাটা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ২২৯ পিস ইয়াবা, নগদ ১,৪৪০ টাকা এবং ২ টি মোবাইলসহ ইয়াবা ব্যবসায়ী শিপন দাশ (৪৫) কে আটক করা হয়।
তিনি আরও বলেন,আটককৃত ইয়াবা ব্যবসায়ীকে জব্দকৃত সকল আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
ডিআই/এসকে