
২১ নভেম্বর ২০২৩ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা কালে মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রায়পুর কর্তৃক উত্তর চরবংশী ইউনিয়নের মোঃ জুয়েল, পিতা- মৃত. ছিদ্দিকুর রহমান, গ্রাম- চরবংশী, কে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। এবং একই ইউনিয়নের মোঃ বিল্লাল কবিরাজ, পিতা- মৃত. নুর বক্স কবিরাজ, সাং- চর ইন্দুরিয়াকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর ৭(ক) ধারা লংঘনের দায়ে ১৫(১) ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিন ০২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়।
এসময়ে সহযোগিতায় ছিলেন ০২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এবং হাজীমারা পুলিশ ফাড়ির সদস্যবৃন্দ।
এবিষয়ে রায়পুর সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, ” আমরা সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ করার অপরাধে জুয়েলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং খুব শীঘ্রই পুরো খালটাকে দখল মুক্ত করা হবে। “