প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ
সিরাজদিখানে পাঁচ বছরের পলাতক আসামি ইকবাল গ্রেফতার

মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা হতে ০৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতাতলা জিরো পয়েন্ট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং-০৭(১১)১৭, টিআর নং-৩৪/১৮; ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৯(খ) ; মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইকবাল হোসেন সরদার (৪০) কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইকবাল হোসেন সরদার কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.