
জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আওলাই ইউনিয়নের দরগাবাজার নামক স্থানে অনুষ্ঠিত হয়।
আওলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামদিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসানুল হাবিব সবুজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন মন্ডল ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান প্রমুখ। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন দরগাপাড়া বাজার কমিটি এবং টাইগার স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। ফিরে আসার পথে শিরটি কলেজের প্রভাষক জাতইর গ্রামের সিরাজুল মাস্টারের অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক খোঁজখবর নেন বিএনপির নেতৃবৃন্দরা।