কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বগা পশ্চিম পাড়া মদিনাতুল উলুম তালীমুল কুরআন নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজদের পুরুস্কার বিতরণী ও আজীবন সদস্য অভিভাবক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মুহতামিম হাফেজ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও পরিচালনায় অত্যন্ত আনন্দঘন উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় মাদ্রাসার কোমলমতি শিশুদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন সত্যিই মনমুগ্ধকর করে তোলে।
জোহরের নামাজের আগে দাতা সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাদ্রাসার আঙিনা। একে অপরের সাথে কুশল বিনিময়সহ আজীবন সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে
স্বনামধন্য আলেমরা গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
জোহরের নামাজের পর ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সকলের সর্বসম্মতিক্রমে এলাকার ইউপি সদস্য আয়ুব আলী সরদারকে সভাপতি করে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মোড়ল, মুফতি জামিরুল ইসলাম খতিব কয়রা থানা জামে মসজিদ। প্রাক্তন সভাপতি, সহ -সভাপতি নজরুল ইসলাম গাজী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার আলোচনায় বলেন,আপনার আমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারা জীবনের সবচেয়ে বড় সাফল্য।আর এই সাফল্য বেশিরভাগ মানুষের জীবনে নসিব হয় না। তাই আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা অতিব জরুরী। তিনি আরও বলেন, একজন মুসলিমের এমনটিই হওয়া উচিত সন্তানদেরকে দ্বীনি মাদ্রাসায় পড়ানো, আলেম বানানো মুসলিমের শ্রেষ্ঠ স্বপ্নগুলোর অন্যতম।এ স্বপ্ন সকলের হৃদয়ে উদিত হোক। মাদ্রাসার উদ্যান ইলম পিয়াসীদের পদচারণায় মুখরিত হোক।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের লক্ষ্যে ধর্মীয় অনুভূতি জাগায় একমাত্র ইলমে দ্বীনের মধ্যে।
তিনি আরও বলেন, আমাদের সকলকে সার্বিকভাবে সহযোগিতা করে এই দ্বীনি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। যে, যে অবস্থায় থাকিনা কেন সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে।আপনার আমার সন্তানদের দ্বীনদার মুত্তাকী হিসেবে গড়ে তুলতে পারলে কাল কিয়ামতের মুসিবতের দিন এই নেক সন্তান আপনার আমার নাজাতের অসিলা হতে পারবে।
অনুষ্ঠানে কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ।
সদস্য সম্মলনে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার হিতাকাঙ্খী ও দাতাবৃন্দ,আজীবন সদস্য ও অভিভাবকরা। অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়। এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।