
মুন্সীগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিস সদস্যরা এক ব্যাক্তির লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সিংপাড়া বেলতলী গ্রামের জি জে উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম ইজ্জত আলী, বয়স অনুমান (৪৫)। সে গাজীপুর জেলার কাশিমপুর রুপায়তলী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
জানা যায় পুকুরপাড় সংলগ্ন জাহাঙ্গীর সিকদারের বাড়ীর খোলা বারান্দায় লোকটি ৪/৫ দিন যাবৎ রাতে ঘুম আসতো। সে মৌসুমি শ্রমিকের কাজ করতো।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, স্থানীয়দের ফোনে খবর পেয়ে বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছি। লাশটির মুখে ও কানে রক্ত ছিলো।