
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সুনামধন্য আধুনিক মানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছমুদিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন এতিমখানার ৪ জন কোরআনে হাফেজ ও ১ জন কোরআনে হাফেজাকে হেফজ শেষ হওয়ায় পাগড়ি প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গনে প্রতিষ্ঠানটির ৫ম তম বার্ষিক সভায় প্রতিষ্ঠাতা পরিচালক মওলানা মোস্তাক আহমদ শোওকীর সঞ্চালনায় ও মাদ্রাসায়ে খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম ধাওয়ানখালীর প্রধান পরিচালক হযরত আল্লামা মুসলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত।
এতে সদ্য হেফজ সমাপ্ত করা ৫ কোরআনে হাফজদের পাগড়ি পরিয়ে দেন অতিথিরা।
এসময় তাদের সার্টিফিকেট ও বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান এবং ৫ অভিভাবককে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ফুল দিয়ে সম্মানিত করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মওলানা মোস্তাক আহমেদ শোওকী হেফজ বিভাগে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও তিন জন হাফেজ এর মাধ্যমে কোরআন পড়ানো হচ্ছে।
এসময় অনন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মওলানা ওমর ফারুক সিরাজী,আবু নাছের,অভিভাবক আব্দুল জলিল, মোঃ উসমানসহ সকল শিক্ষক ও গণ্যমান ব্যক্তিবর্গ।