
সর্বত্রই ছিল সাজ রব। নাগরদোলা, চুরি ফিতা, আলতা, স্লো, জিলাপি মিষ্টান্নর দোকান। সবই ছিল এই মেলায়। গ্রামবাসীদের মাঝে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ। জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে আরজিঅনন্তপুর উদ্দেশ্য সফল ক্লাবের উদ্যোগে আয়মারসুলপুর ইউনিয়নের আরজিঅনন্তপুর পুকুরপাড় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতা ও বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাতে বিজয় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ামারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুশফিকুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও উদ্দেশ্য সফল ক্লাবের সভাপতি মোতালেব হোসেন প্রমূখ। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটোর ও নওগাঁ থেকে আগত শিল্পিবৃন্দরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।