
বাগেরহাটের মোরেলগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ভোর ৬টার দিকে পৌরসভার বাজারের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্স না থাকা,বর্জ্য ব্যবস্থাপনা না থাকা,অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাইকৃত মাংস বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ৫ জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত জানায়, মোরেলগঞ্জ যারা গরু জবাই এবং বিক্রি করে তাদের নামে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস জবাই,সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার অভিযোগ আসে এবং অভিযোগের সূত্র ধরেই পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ৫ জন মাংস জবাইকারী ও বিক্রেতাকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম মোবাইল কোট পরিচালনাকালে বলেন এমন অভিযান অব্যাহত থাকবে। সকল পশু জবাইকারীর লাইসেন্স থাকতে হবে,সঠিক বর্জ্য ব্যবস্থা থাকতে হবে এবং মানসম্মত পশু জবাই করে স্বাস্থ্যকর পরিবেশে সেই মাংস বাজারে বিক্রি করতে হবে।