ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু

শার্শা ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে একদিনে ৩ টি লাশ উদ্ধার

যশোরের শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর তীর থেকে একদিনে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

ইং ১৮/১২/২৪ বুধবার দিনের বিভিন্ন সময়ে পাঁচভুলোট সীমান্তের ভাণ্ডারীর মোড়, কাদেরের মোড়ের নিচে চাঁদ আলীর বাঁশবাগান এবং পুটখালি সীমান্তে নাসিরের আমবাগান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান।

নিহতরা হলেন- শার্শা উপজেলার বেনাপোলের কাগজপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), বেনাপোলের দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে সাবুর আলী (৩৫) এবং চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামের জামিলুর রহমান ঢালির ছেলে সাকিবুল হাসান (২২)।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, সকালে পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে জাহাঙ্গীরের লাশ পড়েছিল। স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

পরে লাশটি পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিভাবে লাশটি এখানে আসলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

তবে জাহাঙ্গীর আলমের ভাই রুস্তম আলি বলেন, “আমার ভাই ১৫ বছর ধরে ভারতে বসবাস করছিলেন। সেখানকার মেয়েকে বিয়ে করেছিলেন। তাদের একটি কন্যাসন্তান আছে। তিনি কয়েকদিন আগে ভারত থেকে বাড়ি বেড়াতে আসেন। গতরাতে তিনি ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে।”

অপরদিকে নিহত সাবুর আলীর স্ত্রী হাসি বেগম সাংবাদিকদের বলেন, “সকালে একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে, পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে। পরে আমি একটি ইজিবাইক নিয়ে সেখানে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে পড়ে আছেন। তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে পথে তিনি মারা যান।”

শার্শা থানার ওসি আমির আব্বাস বলেন, “বিকালে ইছামতি নদীর পাড়ে আরো একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবির একটি দল লাশটি উদ্ধার করে।

শেয়ার করুনঃ