
কুড়িগ্রামের উলিপুরে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা, সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রত্যাশা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে উলিপুর পৌর বিএনপি এবং জাসাস উলিপুর এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মঞ্চে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যাশা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ- সভাপতি মহশিন আলী, পৌর সাধারণ সম্পাদক সোলাইমান আলী সরকার, উপজেলা যুগ্ন সম্পাদক এসএম হাবিব নয়ন, পৌর সাংগঠনিক সম্পাদক এহসানুল হক প্রিন্স, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাচ্চু, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক রমেশ শাহা, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু ও পৌর যুবদল আহ্বায়ক আলমগীর সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।