
আজ ১৮ ডিসেম্বর ২০২৪ (বুধবার) প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক, (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউর রহমান, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা, জনাব এ কে এম মনিরুল ইসলাম, অধ্যক্ষ, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডাঃ শেখ সাদিয়া মনোয়ার ঊষা, মেডিকেল অফিসার, সিএস।
স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ ইকবাল হোসাইন, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, খুলনা।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ রেমিটেন্স অর্জনকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও ফিস্টুন উড়িয়ে প্রধান অতিথি আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ এর বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।