
পঞ্চগড় জেলার পুলিশ সুপার দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের সার্বিক তত্ত্বাবধানে
ইং ১৭/১২/২০২৪ তারিখে বিকালে অফিসার ইনচার্জ মো: মোজাফ্ফর হোসেন নেতৃত্বে সঙ্গীয় এস এসআই/ মোঃ আবু হোসেন, এস আই রেজাউল করিম, এ এস আই মোশারফ হোসেনও ফোর্সসহ ডিবির একটি চৌকশ টিম পঞ্চগড় সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান
পরিচালনাকালে পঞ্চগড় থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৭.০৫ ঘটিকায় ১০০ পিস নেশা জাতীয় মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামী ০১। মো:আরিফ(২৪), পিতা: আনিসুর, সাং চন্দন বাড়ি, থানা,বোদা, জেলা,পঞ্চগড
রফিকুল ইসলাম বাবু(৩৫), পিতা, মোহাম্মদ আলী, সাং ইসলামবাগ, থানা,জেলা পঞ্চগড় ২জনকে আটক করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়।