
“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:০০টায় বর্ণাঢ্য র্যালি চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
উক্ত আয়োজনে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জনশক্তি ও জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি; প্রবাসী কল্যাণ সংস্থা ব্যাংক; ইসলামী ব্যাংক; অগ্রণী ব্যাংক এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।