
স্টাফ রিপোর্টার: ৫৫ বছরে পা দিয়েছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়। মানবিক এই নেতার জন্মের মাধ্যমে বরিশাল বিভাগের সবচেয়ে দরিদ্র এ উপজেলার সাধারণ মানুষ পেয়েছিল একজন মানবিক রাজনৈতিক নেতা।
তিনি জনগণে উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচিত। জনগণের আস্থার জায়গা মানবিক এই নেতা হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় দশমিনা উপজেলার গণ্ডি ছাড়িয়ে জয় করেছেন গলাচিপা উপজেলার মানুষের মন।
ছাত্রজীবন থেকে মেধাবী,পরিশ্রমী,বিনয়ী,তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সৎ পরোপকারী জয় সাধারণ মানুষের প্রিয় পাত্র। ব্যক্তিগত উদ্যোগে এলাকার কল্যাণমূলক বহু কাজে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তবে, তিনি প্রচারে বিশ্বাসী নন। ব্যক্তি কাজের প্রচার করলে তিনি মানবতার তকমা পেতেন বলে দাবি সাধারণ মানুষের। রাজনৈতিক নেতারা যেখানে রাজনীতি থেকে অর্থ অর্জন ও লুটপাটে ব্যস্ত জয় সেখানে সবার চেয়ে ব্যক্তিক্রম। জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। তারা এই বিএনপি নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আগামীতে মানবিক এই নেতা অবহেলিত পটুয়াখালী-৩ আসনের হাল ধরবেন জয়ের জন্মদিনে এই প্রত্যাশা দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের।