
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ১৬ ডিসেম্বর ১৯৭১বিজয় ছিনিয়ে এনেছিলেন বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান হানাদার বাহিনীদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে লাখো শহীদদের আত্মদান ও রক্তের বিনিময়ে স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছিলেন। এই দিনটিকে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্বা নিবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক আবু সোহেল সরকার, সদস্য আল আমীন,আরমান, মাহমুদুল হাসান ও সৈয়দ খালেদ হোসেন প্রমুখ। এসময় তারা বলেন,আমরা একটি ক্লান্তিকাল সময় পার করছি। আমাদেরকে ছাত্র- জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে একটি নতুন দেশ উপহার দিয়েছে তাই এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।আমাদেরকে এখন আধিপত্য বাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।আগের ফ্যাসীবাদীদের আধিপত্যবাদ সাংবাদিক সমাজের মাঝে এখনো রয়ে গেছে।এই আধিপত্যবাদ যদি নি:শেষ করা না যায় তাহলে আবার ফ্যাসীবাদী ঘুরে দাড়ানোর চেষ্টায় লিপ্ত থাকবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে ঝাপিয়ে পরি।