
হাতিয়া নোয়াখালী প্রতিনিধি: হাতিয়ায় সুবিধা বঞ্চিত পিছিয় পড়া হত দরিদ্র, দুঃস্হ ও অসহায় মানুষর শীত নিবারণর লক্ষ্য বেসরকারি উনয়ন সংস্থা ‘উদ্দীপন’ এর উদ্যাগ শীতর সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) হাতিয়া উপজলা পরিষদ হল রুম মুসলিম এইড ইউক এর আর্থিক সহায়তায় শীতকালীন প্যাকজ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসব উপস্থিত ছিলন উপজলা নির্বাহী অফিসার মো.ইবনে আল জায়দ হাসন। এ সময় উপস্থিত ছিলন হাতিয়া দ্বীপ সরকারী কলজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফায়েল হোসেন ও উদ্দীপনর প্রধান কার্যালয়র রওশন জানাত রুশনী,উপস্থাপন ও ফাকাল পার্সন (উইটার প্রজক্ট) শরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক সোনাপুর অঞ্চল ও শাখা ব্যবস্থাপক আনায়ার হাসন প্রমূখ। শীত আক্রাত বিপদাপন মানুষর সহায়তা কর্মসূচির আওতায় পাঁচ শত (৫০০) পরিবারর ২২৫০ জন সদস্যদর জন্য ১টি কম্বল, ৪টি সায়টার, ৪টি মাঙ্কী ক্যাপ, ৪ জাড়া মাজা, ১ টি পট্রালিয়াম জলী ও একটি পরিবহন ব্যাগ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি মো. ইবন আল জায়দ হাসন শীতপ্যাকজ বিতরণ কালে বলন, এটি একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যাগ। অনেক অসহায় মানুষর শীত বস্ত্র কেনার সামর্থ্য থাকনা। তিনি আরা বলন, একটি দারিদ্রমুক্ত টকসই দশ গঠন করত সরকারি ও বেসরকারি উনয়ন সংস্থা গুলোকো সবসময় কাজ করত হব। উপকারভাগী নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। উদ্দীপন উপজলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদক সম্পক্ত কর সঠিক ভাবে নির্বাচিত করতে পেরেছে বল প্রশংসার দাবি রাখ। তারা আজক ৫০০ পরিবারর মাঝ এই শীতকালীন প্যাকজ প্রদান করছ এবং ভবিষ্যত এই ধরণর কর্মসূচি অব্যাহত রাখব বল আমার প্রত্যাশা।