
মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার :নওগাঁতে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের দোয়ালের মোরে আজ ১৭ ডিসেম্বর ২০২৪ ভোরে মোমেনা খাতুন দোয়ালের মোরে ট্রাকের চাপায় নিহত হয়েছেন। নিহত মোমেনা নওগাঁ সদর উপজেলার সোনালিয়া গ্রামের সোমসের আলীর স্ত্রী। নিহতের পরিবার সুত্রে জানতে পারা যায় যে ভোরে অটোরিকশায় চরে বালুডাংগা বাসস্টাংডে চিকিৎসার জন্য রাজশাহী পথে মধ্যে নওগাঁ দোয়ালের মোরে একটি ট্রাক অটোরিকশা কে চাপা দেয় অটোরিকশাটি দমরে মসকে যায় ঘটনা স্থলে মোমেনা খাতুন মারা যায় অন্যান্যানরা গরতর আহত হয়।
নওগাঁ সদর উপজেলার ওসি নুরে আলম ঘটনা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পরে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।