
বালু উত্তোলন করলে সাইড প্রতি ১৫শ টাকা চাঁদা দিতে হবে। দাবীকৃত এ চাঁদা দিতে আপত্তি করায় ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারকে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার পুরাতন কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিএনপি নেতা ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনার (৪০) শেয়ারে বালু উত্তোলনের জন্য ভোগাই নদীতে শ্যালুচালিত মিনি ড্রেজার স্থাপন করেন। ছিটপাড়া বকুলতলা মহল্লার সাদ্দাম হোসেন (৩০)সহ কয়েকজন যুবক ভোগাই নদীতে চলমান প্রতিটি বালুর সাইড থেকে ১৫শ টাকা করে চাঁদা উত্তোলন করছিল। এরই অংশ হিসেবে বিএনপি নেতা আনোয়ার হোসেন আনারের কাছ থেকে একই পরিমাণ চাঁদা এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে আদায় করে সে। পরে শনিবার রাতে আনোয়ার হোসেন ওই বিএনপি নেতার কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি বিষয়টি মিমাংসার আশ্বাস দেন। এসময় আনোয়ার হোসেন সেখান থেকে চলে আসেন। এর একটু পর রাত সাড়ে দশটার দিকে সাদ্দাম হোসেন, আলমগীর, আতশ আলী, স্বপন মিয়া, উমর আলী ও রফিকুল ইসলামসহ কয়েকজন যুবক রাম দা ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে পুরাতন কলেজ রোড এলাকায় অতর্কিতে আনোয়ার হোসেনের উপর হামলা চালায়। এসময় এলোপাতারি কুপিয়ে ও পিটিয়ে আনোয়ার হোসেনের মাথা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হামলাকারীরা। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় আনোয়ার হোসেন আনার বাদী হয়ে উল্লেখিত ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে রোববার রাতে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় ৩২৬ ধারাসহ বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।