
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ ট্রাফিক মোড় চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা’র আমীর মাওলানা নুরুল হুদা হামিদী’র সভাপতিত্বে সেক্রেটারি মাঈন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা’র সেক্রেটারি আব্দুল জাব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শ্রমিক কল্যান’র সভাপতি ইউছুপ বিন আবু বকর, জোরারগঞ্জ থানার সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুল গফুর, থানা শুরা কর্ম পরিষদ সদস্য জসিম উদ্দিন, মাওলানা আরিফুর রহমান, নুরুল আলম, মুসলিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা’র আমীর প্রফেসর আব্দুল হান্নান, ২নং ইউনিয়ন আমীর আবু তৈয়ব, ৩ নং ইউনিয়ন আমীর মাওলানা মোক্তার হোসেন, ৬ নং ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন, ১ নং ইউনিয়ন আমীর ফখরুল আলম, ৫ নং ইউনিয়ন সভাপতি ইকবাল হোসাইন চৌধুরীর প্রমুখ।
আলোচনা সভা শেষে বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে মসজিদ গেইট থেকে একটা বিজয় মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা ইউটার্ণ হয়ে ট্রাফিক মোড় চত্বরে সভাস্থলে শেষ হয়।
উক্ত আলোচনা সভা ও বিজয় মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনগুলোর কর্মী, সমর্থক এবং শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।