
মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ মসজিদে দান করার সওয়াব অপরিসীম। ইসলামে দানকে একটি মহান আমল হিসেবে গণ্য করা হয়। মসজিদে দান করার মাধ্যমে আপনি মসজিদের রক্ষণাবেক্ষণে সহায়তা করছেন, মসজিদে আসা মানুষদের সেবা করছেন এবং আল্লাহর রাস্তায় একটি কাজ করছেন। এজন্য আপনি দুনিয়া ও আখিরাতে অনেক সওয়াব পাবেন।মসজিদে দান করার কিছু সওয়াব:* দুনিয়া ও আখিরাতের কল্যাণ: মসজিদে দান করলে আল্লাহ আপনার দুনিয়া ও আখিরাতের কল্যাণ করবেন।* গুনাহ মাফ হওয়া: আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ হয়ে যেতে পারে।
* রিজিক বৃদ্ধি: আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করতে পারেন।* দোজখ থেকে মুক্তি: আল্লাহ আপনাকে দোজখের আগুন থেকে মুক্তি দিতে পারেন।*জান্নাতের হকদার হওয়া: আপনি জান্নাতের হকদার হতে পারেন।মসজিদে দান করার বিভিন্ন উপায়:* নগদ দান: আপনি নগদ টাকা দান করতে পারেন।* সামগ্রী দান: আপনি মসজিদের জন্য প্রয়োজনীয় সামগ্রী দান করতে পারেন যেমন: মাদ্রাসা ছাত্রদের জন্য কাপড়, খাবার ইত্যাদি।* সময় দান: আপনি মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন।মনে রাখবেন:* ইখলাস: মসজিদে দান করার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত রাখতে হবে।* গোপনীয়তা: যতটা সম্ভব গোপনে দান করতে হবে।* নিয়মিত দান: যতটুকু সম্ভব নিয়মিত দান করতে হবে।
আপনার দান আল্লাহ কবুল করুন।