ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কুমিল্লা ০৪ দেবীদ্বার সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দলের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।

সবাই তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে হরতাল-অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ, উঠোন বৈঠক এবং সভা সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিচ্ছেন। যার যার অবস্থান থেকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতাদের ও সাথে লবিং-তৎবিরও ব্যস্ত রয়েছেন।৭ মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলার সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক ও সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলার সহ-সভাপতি শেখ আব্দুল ইউয়াল, বিশ্ব ব্যাংকের কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার।
প্রার্থীরা তাদের দলীয় কর্মকান্ডে ত্যাগের প্রতিশ্রুতি হিসেবে প্রত্যেকেই দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে বদ্ধ পরিকর। দলীয় মনোনয়ন পেতে সব নেতারাই এখন কেন্দ্রমূখী। বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার বাবা সাবেক উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মূন্সীর হাত ধরেই ২০০৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ওই সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে পরাজিত করে বিজয়ী হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পূর্বের ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে জনগনের ভোটে আগামী নির্বাচনেও বিজয় প্রত্যাশী আলহাজ্ব রোশন আলী মাষ্টার পারিবারিক সূত্রে আওয়ামী পরিবারের সদস্য। ২০০৪ সালে সাবেক উপমন্ত্রী ও এমপি এএফএম ফখরুল ইসলাম মূন্সীর সাথে দেবীদ্বারে গোমতী নদীর বাঁধ ভাঙ্গা বন্যার্তদের ত্রাণ দিতে এসে বিএনপি-জামায়াত জোট সরকারের রোষানরে হামলার স্বীকার হন।

এর পর থেকে তিনি আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় হয়ে এখনো রাজ পথে আছেন। বিগত ওয়ান ইলিভেনে সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন এবং ওই সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরে চাপ সৃষ্টি করে এবং কঠোর নির্যাতন সহ্য করেও মামলা করেননি। তত্বাবধায়ক সরকারের অধিনে ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী নির্বাচিত হন। ওই সালে বিভিন্ন কারনে তার মনোনয়নটি ছিনিয়ে নিয়ে জাতীয় পার্টি থেকে আসা সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফাকে দিলে তিনি বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় উপহার দেন। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবার সংসদ নির্বাচনে তিনি তার অতিত কর্মের সাফল্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

তরুণ উদিয়মান নেতা বিশিষ্ট ব্যবসায়ি আবুল কালাম আজাদ। তিনি ২০২০সালে কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক পদে নির্বাচিত হন। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে তিনি নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে বিজয়ী হন। সাংসদের একচ্ছত্র আধিপত্তে তিনি বাঁধ সাঁদেন। সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যানের বিরোধ সংঘাত, হামলা, মামলার ঘটনায় তিনি দেশব্যাপী আলোচিত হয়ে উঠেন। এছাড়াও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করেন।
ড. ইফতেখার মোস্তফা। তিনি সাবেক মন্ত্রী, এমপি, প্যানাল স্পিকার ও সচিব এবং কুমিল্লা (উঃ) আওয়ামীলীগের সহসভাপতি এবিএম গোলাম মোস্তফার একমাত্র পুত্র। ড. ইফতেখার মোস্তফা পাকিস্তান আমলের প্রভাবশালী শিক্ষামন্ত্রী মৌলভী মফিজ উদ্দিন সাহেবের দৌহিত্র। তবে এ নেতা রাজনৈতিক অঙ্গনে খুব বেশী আলোচিত না হলেও সর্বমহলে একজন ভদ্র, বিনয়ী, সৎ ও কর্মঠ ব্যক্তি হিসেবে সমাদৃত। বর্তমানে তিনি বিশ্বাস ব্যাংকের কৃষি ও অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।ডাঃ ফেরদৌস খন্দকার, তিনি আমেরিকা প্রবাসী। দেবীদ্বারে শিক্ষা, স্বাস্থ্য এবং দরিদ্র মানুষের কল্যানে বাবা-মায়ের নামে একটি ফাউন্ডেশন ও একটি টেকনিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি করোনার প্রাদুর্ভাব থেকেই দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। শেখ রাসেল ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে শিক্ষার উন্নয়নে শিক্ষা সামগ্রী, বৃত্তি প্রদান, স্বাস্থ্য সেবায় চিকিৎসা-ঔষধ বিতরণ, গৃহহীনদের গৃহদান, কর্মহীনদের কর্ম সংস্থান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুব-তরুণদের উৎসাহীত করাসহ নানা সামাজিক কর্মকান্ডে মানবিক ডাক্তার পরিচয়ে অভূতপূর্ব অবদান রেখেছেন। তিনি শেখ রাসেল ফাউন্ডেশন ইউএস’র সভাপতি’র দায়িত্ব পালন করছেন।
শেখ আব্দুল আউয়াল। দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল মান্নানের পুত্র। পারিবারিক সূত্রে আওয়ামী পরিবারের একজন সদস্য হিসেবে ছাত্রজীবন থেকেইে ছাত্রলীগ এবং আওয়ামীলীগের একজন নিবেদীত কর্মী হিসেবে দলের কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে আ’লীগ কুমিল্লা (উঃ) জেলার সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।সুরাইয়া আক্তার।তিনি বর্তমানে মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ